তুমি কি আমার কবিতা হবে ?
ভালোবাসার কিছু ছন্দমালা !
আবেগ রাঙা কোন ভোর হবে
কোন এক শরৎ দিনের শিউলি তলা।
স্বপ্ন পরী:না গো না আমি শুধু আমার আমি !
তুমি কি আমার তুমি হবে ?
কল্পলোকের স্বপ্ন দেখা !
তুমি কি আমার আকাশে ভাসবে,
হয়ে শুভ্র মেঘের ভেলা ?
না থাকব বসে তোমায় ছাড়া,
আমি একা একা !
স্বপ্ন পরী:না গো না আমি শুধু আমার আমি !
তুমি কি রৌদ হবে হলদে রংঙ্গের দুপুর ,
রিনিকি ঝিনিকি শব্দে বাঝুক তোমার পায়ের নুপুর ।
বাজুক বাঁশি কদম তলে ,মন হারানোর সূর
তুমি আমি মিলব দুজন ,আনব ডেকে ভালবাসার রৌদ্দুর ।
স্বপ্ন পরী :না গো না আমি শুধু আমার আমি !
তুমি কি আমার বিকেল হবে মেঘলা দিনের
বারান্দায় হাঁটাহাটি করে কাটাব সময়
চায়ের কাপে চুমুকে চুমুকে ,
কত ইচ্ছের হাতছানি সেথায়
থাকবে দু জনার সমুখে ।
স্বপ্ন পরী :না গো না আমি শুধু আমার আমি !
তুমি কি আমার পৌষের রাতে উষ্ণ কাঁথা হবে ?
হাজারো ভালবাসার মিষ্টি আলিঙ্গন ,
তোমার উচ্ছাসে সাজাব আমার এই ভুবন!
তুমি আমি ,আমি তুমি মিলে মিশে
হয়ে ঝাব আপন জন।
স্বপ্ন পরী :না গো না আমি শুধু আমার আমি !
তাই আমি উদাস হয়ে ভাবি
তুমি দূর আকাশের চাঁদ
আর আমি এই ধরার কবি।
For You, With You, For Ever….
সমাহার ডট নেট-এর পণ্য সামগ্রী ও সেবা পেতে রিসেলার, সেলার সেন্টারে সরাসরি যোগাযোগ করুন।
- অ্যাপ, সফটওয়্যার, ওয়েবসাইট, ডিজিটাল মার্কেটিং ও ডোমেইন হোস্টিং রেজিস্টেশন করা হয়।
- নিত্য প্রয়োজনীয় সামগ্রী, ফ্যাশন, পারফিউম, মেডিসিন, মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, ফ্রিজ, টিভি, ক্যামেরা, মোটরবাইক, আসবাবপত্র, এপার্টমেন্ট, বাণিজ্যিক এবং আবাসিক প্রপাটির পাশাপাশি জমি ও প্লট সুলভ মূল্যে বিক্রি করা হয়। ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ ভোক্তাদের জন্য নিবেদিত বিভিন্ন রকমের সার্ভিসগুলো দেয়া হয়।
- আমাদের রিসেলার হয়ে অবসর সময়ে বিনিয়োগ ছাড়া, দৈনিক শুধু ৩-৪ ঘন্টা সময় দিয়ে নিশ্চিত পেসিভ ইনকাম করুন। ৬/৭ মাস নিয়মিত সময় দিলে অবশ্যই মাসিক ৩০ থেকে ৫০ হাজার টাকা ইনকামের নিশ্চয়তা রয়েছে।
- আকর্ষণীয় কমিশনে ডিলার, এজেন্ট ও সেলার সেন্টার দেয়া হচ্ছে…
এছাড়াও আপনি আপনার ব্যবসার জন্য ট্রেডিশনাল মার্কেটিং অথাৎ সরাসরি আপনার ব্যবসার প্রচার করাতে চাইলে। সমাহার ডট নেট এর সাথে যোগাযোগ করতে পারেন। যেখান থেকে আপনি আপনার ব্যবসার জন্য খুবই কম খরচে ডিজিটাল মার্কেটিং অথবা ট্রেডিশনাল মার্কেটিং করাতে পারবেন। এছাড়া ও সমস্ত প্রকার ডিজিটাল অথবা ট্রেডিশনাল সুবিধা নিতে পারবেন।
আপনি যদি আপনার ব্যবসাকে কি ভাবে অনলাইনে নিয়ে যাবেন বা ব্যবসাকে বড় করবেন অথাৎ ব্যবসার প্রসার ঘটাবেন তা জানতে চান তবে , সময় নষ্ট না করে এখুনি রিসেলার, সেলার সেন্টারে সরাসরি যোগাযোগ করুন। তার জন্য আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না। সম্পূর্ণ ফ্রীতে আপনি পরামর্শ পাবেন।
সমাহার ডট নেট
⌂ প্রধান কার্যালয়ঃ সিকদার প্লাজা (১ম ও ২য় তলা), লতাপাতা বাজার, কাপাসিয়া, গাজীপুর – ১৭৩০
মোবাইলঃ ০১৭১১১১৩৮৫২ ,
ই-মেইলঃ support@samahar.net
ওয়েবসাইট : www.samahar.net
আশা করি এই পোস্টটি আপনাকে দরকারী কিছু তথ্য দিয়েছি। পরবর্তী পোস্ট পাওয়ার জন্য সাথেই থাকুন…


0 Comments