Subscribe Us

সারাক্ষণ কর্মীদের সাথে না থেকেও সফল ব্যবসা পরিচালনা করবেন যেভাবে -

 সারাক্ষণ কর্মীদের সাথে না থেকেও সফল ব্যবসা পরিচালনা করবেন যেভাবে -

আপনার কি সারাদিন ব্যবসার পেছনে সময় ব্যয় করতে হয়? দুঃখজনকভাবে অধিকাংশ উদ্যোক্তার ক্ষেত্রেই তাই। নিজেরাই সব কাজ সামলান—সেলস দেখেন, প্যাকিং করেন। কিন্তু এভাবে সব নিজে করার সমস্যা হচ্ছে, আপনি ব্যবসার উন্নতি নিয়ে বা নতুন পণ্য নিয়ে ভাবার সময় কম পাবেন। উন্নতিও ঘটবে খুব ধীরে।
সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনার ব্যবসার আকার অনুসারে কর্মী নিয়োগ দেয়া। তাদেরকে ভালোমত শিখিয়ে দিয়ে কাজগুলি তাদেরকে দিয়ে করানো। তাহলে আপনার কাজও কমে যাচ্ছে, আর ব্যবসা নিয়ে সৃজনশীল চিন্তা করার জন্যেও পর্যাপ্ত সময় পাচ্ছেন। এছাড়া যা করতে পারেন:


.
১. দিনের বেশিরভাগ সময় কীভাবে কাটে তা চিহ্নিত করুন
উদ্যোক্তা হিসেবে কাজ করা, সিদ্ধান্ত নেয়া, অন্যদের কাজ বুঝিয়ে দেয়া ও ব্যবসার প্রসার ঘটানো ইত্যাদি কাজের মধ্যে ভারসাম্য তৈরি করতে হবে। কেবলমাত্র তখনই আপনি নিজের সময় গুছিয়ে উঠতে পারবেন ও সারাক্ষণ কাজ না করেও কোম্পানি চালাতে পারবেন।
অতিরিক্ত কাজ করলে, যত মনোযোগ দিয়েই করেন না কেন, তা আপনার স্বাস্থ্য ও বিজনেস দুইয়েরই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। প্রতিদিন ব্যবসার প্রতিটি খুঁটিনাটি বিষয়ে সরাসরি যুক্ত না থেকে ব্যবসা পরিচালনা ও প্রসার ঘটানো যায়।
.
২. কোম্পানির মূল কাজ কী হবে তা খুঁজে বের করুন
প্রতিটি ব্যবসার একটি প্রধান কাজ বা কাজের ক্ষেত্র আছে, যাকে কেন্দ্র করে সবাই আইডিয়া খুঁজে বের করে ও সেই ব্যবসাকে অন্যদের চেয়ে আলাদা করে তোলে। এই কাজটির মাধ্যমেই ব্যবসার সেরা কর্মী ও অসাধারণ সব আইডিয়া খুঁজে পাওয়া যায়। তাই এই দিকটায় বেশি ফোকাস করুন। অন্যান্য কাজের সময় কমান কিংবা তা অন্য কাউকে বুঝিয়ে দিন।
.
৩. মূল যেন কখনোই ব্যহত না হয় সেটি নিশ্চিত করুন
আপনার মেধাবী কর্মীদের যাতে অপ্রয়োজনীয় কিছুতে সময় ও শক্তি নষ্ট করতে না হয় সেদিকে খেয়াল রাখুন। দরকারি সকল জিনিসের ব্যবস্থা রাখুন।
ধরুন, আপনার ব্যবসার মূল ফাংশন কম্পিউটার হার্ডওয়্যার। এখন ব্যবসার প্রসারের জন্য আপনি সফটওয়্যার তৈরি শুরু করলেন, তখন সবাইকে তাদের দক্ষতা ও শক্তি নিজেদের ক্ষেত্র থেকে সরিয়ে এই ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। এতে মেধার অপচয় হওয়ার আশঙ্কা থাকে। তাছাড়া সেই সফটওয়্যার বিজনেসের মুখ থুবড়ে পড়ার আশঙ্কাও বেশি থাকে।
.
৪. আপনাকে ছাড়াও যাতে সিস্টেম চলতে পারে সেই ব্যবস্থা নিন
আমাদের সবারই কাজ করার নিজস্ব পদ্ধতি থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই এসব পদ্ধতি আমরা কোথাও লিখে রাখি না, ফলে আমাদের ছাড়া এগুলি কাউকে পাঠানো যায় না, অন্য কেউ এই কাজগুলি হাতে নিতে পারে না। তাই আপনি কীভাবে কাজটি করেন তা একটি নোটের মধ্যে লিখে রাখুন। তাহলে প্রয়োজনমতো সেগুলি অন্যের সাথে শেয়ার করতে পারবেন।
.
৫. সর্বোচ্চ পারফরম্যান্সের জন্য প্রয়োজনমতো দায়িত্ব নতুন করে সাজান
ব্যবসার সর্বোচ্চ পারফরম্যান্সের জন্য কর্মীদের শক্তিশালী দিকগুলির সাথে যাতে মূল কাজের মিল থাকে তা নিশ্চিত করুন। সঠিক সময়ে, সঠিক মানুষকে দিয়ে সঠিক কাজটি করান। মেন্টরিংয়ের মাধ্যমে কর্মীদের দক্ষতা বাড়ান, যাতে বিজনেসের প্রসারের সাথে সহজে খাপ খাইয়ে নিতে পারে তারা।
সম্ভাবনাময় কর্মীরা যাতে তাদের সম্ভাবনাকে কাজে লাগাতে পারে সেজন্য ট্রেনিং-এর ব্যবস্থা করুন, কিংবা অভিজ্ঞ কারো তত্ত্বাবধানে কাজ করান।
.
৬. সেরা ও আদর্শ কাস্টমারদের সন্তুষ্ট করার দিকে মনোযোগ দিন
কাস্টমারকে যত বেশি ভালো সেবা দেবেন, আপনার প্রফেশনালিজমও তত বাড়বে। কিন্তু পাশাপাশি অসাধারণ ও ধারাবাহিক সেবা দেয়া কঠিন হয়ে উঠবে। সব কাস্টমাররা একরকম না, এটা যাতে আপনার টিম বুঝতে পারে তা নিশ্চিত করুন। যারা সেরা কাস্টমার, তাদের স্মরণীয় অভিজ্ঞতা দেয়ার দিকে মনোযোগ দিন।
.
৭. সবসময় যাতে অফিসে থাকা না লাগে সেই ব্যবস্থা করুন
এমন একটি ‘ড্যাশবোর্ড’ তৈরি করুন, যাতে অফিসের সবাই যেকোনো জায়গা থেকে নিজের সে সময়ের কাজটি বুঝে নিতে পারে।

সবশেষ যে বড় চ্যালেঞ্জটি আপনার বিজনেসকে মোকাবিলা করতে হবে তা হলো আপনি নিজে। অনেক উদ্যোক্তাই “তাদেরকে ছাড়া বিজনেস চলবে না” এই মনোভাব কিংবা অতিরিক্ত আত্মমর্যাদাবোধ কিংবা ভয় থেকে বের হতে পারেন না।
বিজনেসের সাফল্য ও নিজের ব্যক্তিগত সন্তুষ্টির সেরা উপায়গুলির একটা হচ্ছে, আপনার সার্বক্ষণিক তত্ত্বাবধান ছাড়াও যাতে বিজনেস সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে, সেই ব্যবস্থা করা।
#অফিস #কাজ #সাফল্য #SDN #sdndigital #sdnworld #sdnbangladesh #SDNবাংলা #এসডিএন #nslবাংলা #sdnincome #sdnskill #sdnbd #sdnnews #sdntraining #samahardotnet #skills #digitalmarketing #socialmediamarketing #MPL #ZMG #sdnincome

সমাহার ডট নেট

⌂ প্রধান কার্যালয়ঃ উত্তর খামের, কাপাসিয়া, গাজীপুর – ১৭৩০
মোবাইলঃ ০১৭১১১১৩৮৫২ ,
ই-মেইলঃ support@samahar.net
ওয়েবসাইট : www.samahar.net
আশা করি এই পোস্টটি আপনাকে দরকারী কিছু তথ্য দিয়েছি। পরবর্তী পোস্ট পাওয়ার জন্য সাথেই থাকুন…

Post a Comment

0 Comments