কালবৈশাখী ঝড়ের তোরেবৃষ্টি এলো ঐ,খাল – বিলে জল ভরিলডাঙ্গায় উঠল কৈ ।

কঁচি আমের ডাল ভাঙ্গিল
দস্যি ছেলের হৈ চৈ,
ধান ডুবিল বানের জলে
কেমনে ঘরে রই !
হাবু – বাবু , করিম-রহিম
কইরে তোরা কই ?
ডুব স্যাতারে ধান কাটিব
আমি মিয়া দমের বেটা নই।
ভেজা ধানের গ্যাড়া দেখে
কেমনে কথা কই ?
কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে
ঝোলায় ভরি খৈ ।

0 Comments