Subscribe Us

ভারত চিকিৎসার ক্ষেত্র হিসেবে কেন বেছে নিবেন ?

আমাদের প্রতিবেশী দেশ ভারত চিকিৎসার ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে। সেখানে বেশ কিছু আন্তর্জাতিক মানের হাসপাতাল রয়েছে। কিছু কিছু রোগের চিকিৎসার ক্ষেত্রে ভারত এখন বিশ্বের প্রথম সারির দেশগুলোর তালিকায় চলে এসেছে।



সেখানকার ডাক্তার ও নার্সদের পেশাদারি মনোভাব এবং দীর্ঘ অভিজ্ঞতা এবং অত্যাধুনিক চিকিৎসা প্রযুক্তিতে বিনিয়োগ ভারতকে চিকিৎসা ক্ষেত্রে বিশ্বের প্রথম সারির দেশের কাতারে আসতে ব্যাপকভাবে সহযোগিতা করেছে।

সেই উন্নত সেবার তথ্যসমূহ আপনার দোরগোড়ায় পৌঁছে দেবার জন্য আমরা কাজ করে যাচ্ছি। উন্নত হাসপাতালগুলোর প্রতিটি বিভাগই যে সমানভাবে দক্ষ অথবা সর্বোচ্চ সেবা প্রদান করে তা নয়। কিছু কিছু হাসপাতাল কিছু কিছু রোগের জন্য সর্বাধুনিক এবং সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদান করে থাকে। একজন সাধারন রোগীর পক্ষে তার রোগ অনুযায়ী সঠিক হাসপাতাল নির্বাচন করা অনেক ক্ষেত্রেই কষ্টসাধ্য। প্রথম সারির হাসপাতালে একটি রোগের জন্য একাধিক ডাক্তার থাকে। কেউ সিনিয়র কেউবা জুনিয়র। ডাক্তারদের সম্বন্ধে ধারণা না থাকলে ডাক্তার নির্বাচন করা দুরূহ হয়ে পড়ে। এই তথ্যগুলো না জেনে যে কোন হাসপাতালে যে কোন রোগের চিকিৎসা করতে যাওয়া বোকামি। ভারতের দিল্লি, কলকাতা, চেন্নাই, মুম্বাই ,ব্যাঙ্গালোর ও হায়দ্রাবাদ এই শহর গুলোতেই মূলত উন্নত চিকিৎসা সেবা দেওয়া হয়ে থাকে। আমরা ঐসকল হাসপাতাল গুলোর মধ্যে থেকে কোন হাসপাতাল কোন রোগের জন্য ভালো এবং কোন ডাক্তার কোন রোগ এর জন্য সর্বোৎকৃষ্ট সেবা প্রদান করেন তার স্বচ্ছ ধারণা প্রদান করি। আমাদের মূল লক্ষ্য, রোগী বৃন্দ যেন তার রোগের জন্য ভারতের শ্রেষ্ঠ হাসপাতাল এবং শ্রেষ্ঠ ডাক্তার বেছে নিতে পারে এর পরিষেবা নিশ্চিত করা। আমাদের পরিষেবা সমূহ : - ✅ আপনার রোগ অনুযায়ী ভারতের প্রথম সারির হাসপাতালের মধ্যে থেকে সঠিক হাসপাতাল নির্বাচন করাI ✅ আপনার রোগ অনুযায়ী ভারতের প্রথম সারির ডাক্তারদের মধ্যে থেকে সঠিক ডাক্তার নির্বাচন করাI ✅ রোগের ধরন অনুযায়ী চিকিৎসার জন্য আনুমানিক কত ব্যয় হতে পারে তার ধারণা নির্ধারিত হাসপাতাল হতে সংগ্রহ করে দেওয়া I ✅ সম্ভাব্য কত দিন চিকিৎসার জন্য ভারতে অবস্থান করতে হবে তা নির্ধারিত হাসপাতালের সাথে যোগাযোগ করে নির্ধারণ করে দেওয়া I ✅ মেডিকেল ভিসার জন্য আমন্ত্রণ পত্রের ব্যবস্থা করা I ✅ স্বল্প সময়ে এবং স্বল্পমূল্যে বিমানের টিকেটের ব্যবস্থা করে দেওয়া I ✅ বিমানবন্দর হতে হাসপাতাল পর্যন্ত পিক এন্ড ড্রপ এর ব্যবস্থা করা I ✅ হাসপাতালের নিকটবর্তী জায়গায় হোটেলসমূহ নির্বাচনে সহযোগিতা করা I ✅ অনুবাদক / দোভাষীর ব্যবস্থা করা I ✅ বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণের ব্যবস্থা করা I আমাদের সাথেই হোক আপনার পথ চলা। চিকিৎসা বিষয়ক সকল সেবার তথ্য পাবেন সমাহার ডট নেট ওয়েবসাইটে। ✅ সমাহার ডট নেটের ওয়েব লিংকঃ www.samahar.net ♦♦ A Holistic Business Platform ♦♦ আমাদের হোয়াটসঅ্যাপ ( 01711113852 ) মেসেজ পাঠান , আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে।

সমাহার ডট নেট

⌂ প্রধান কার্যালয়ঃ উত্তর খামের, কাপাসিয়া, গাজীপুর – ১৭৩০

মোবাইলঃ ০১৭১১১১৩৮৫২ , ই-মেইলঃ support@samahar.net , ওয়েবসাইট : www.samahar.net

আশা করি এই পোস্টটি আপনাকে দরকারী কিছু তথ্য দিয়েছি। পরবর্তী পোস্ট পাওয়ার জন্য সাথেই থাকুন…

Post a Comment

0 Comments