টাকা
এম এস হাবিবুর রহমান
সবাই বলে টাকা চাই টাকা
টাকা ছাড়া না-কি জিবনটা থাকে ফাঁকা।
আমি বলি জিবনটা চলে;
রাস্তা, নদী সাগরের মত হয়ে আকা-বাকা।
কখনো চাই টাকা,
কখনো বা রূপসির ভালোবাসা।
হায়! এই মন বলে তাই
আর কি চাই, তাও জানা নাই;
কষ্ট পাই একি অবলিলায়।
কেন ভাই!
সবাই বলে টাকা চাই টাকা
আমিতো পেলাম ভাই টাকা আর ভালোবাসা,
তবুও কেন মনে হয় এ জিবন পূর্ণ নয় ?
আরো কিছু চাই থাকা।
টাকা নয় ভাই টাকা
আমার ইচ্ছে ভাই,
শেষ বেলায় বলে যাই
পৃথিবীর মাঝে অনন্ত কাল বেঁচে থাকা।
সমাহার ডট নেট
⌂ প্রধান কার্যালয়ঃ উত্তর খামের, কাপাসিয়া, গাজীপুর – ১৭৩০
মোবাইলঃ ০১৭১১১১৩৮৫২ , ই-মেইলঃ support@samahar.net , ওয়েবসাইট : www.samahar.net
আশা করি এই পোস্টটি আপনাকে দরকারী কিছু তথ্য দিয়েছি। পরবর্তী পোস্ট পাওয়ার জন্য সাথেই থাকুন…


0 Comments