Subscribe Us

বনলতা সেন - জীবনানন্দ দাশ

 হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,

সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে
অনেক ঘুরেছি আমি; বিম্বিসার অশোকের ধূসর জগতে
সেখানে ছিলাম আমি; আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে;
আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন,
আমারে দুদণ্ড শান্তি দিয়েছিলো নাটোরের বনলতা সেন।

চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা,
মুখ তার শ্রাবস্তীর কারুকার্য; অতিদূর সমুদ্রের ’পর
হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা
সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি-দ্বীপের ভিতর,
তেমনি দেখেছি তারে অন্ধকারে; বলেছে সে , ‘এতোদিন কোথায় ছিলেন?’
পাখির নীড়ের মত চোখ তুলে নাটোরের বনলতা সেন।

সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন
সন্ধ্যা আসে; ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল;
পৃথিবীর সব রঙ নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন
তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল;
সব পাখি ঘরে আসে — সব নদী- ফুরায় এ-জীবনের সব লেনদেন;
থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।
 
---বনলতা সেন
জীবনানন্দ দাশ



ঘরে ঘরে পৌছে যাক বই বিনা বাধায় এবং মুহুর্তেই!

ই-কমার্স সাইটের বদৌলতে এখন সব কিছুই কেনা যায় ঘরে বসেই। বইও তার ব্যতিক্রম নয়। আপনি ইচ্ছে করলেই এখন ঘরে বসেই যে কোন বই কিনতে পারেন ‍SDN থেকে কোন ঝামেলা ছাড়াই! বিভিন্ন ক্যাটাগরীর ভিড়ে 'বই' বিভাগটিও SDN এ রয়েছে। 

এখানে পাওয়া যাবে মুক্তিযুদ্ধ বিষয়ক, গবেষণা মূলক, ভ্রমণ কাহিনী, পদার্থ, রসায়ন, কম্পিউটার শিক্ষা, গল্প, কবিতা, উপন্যাস, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, BBA, MBA, TOFEL, IELTES, GRE এবং সকল বিশ্ববিদ্যালয়ের বইসূমহ। সাইটটিতে বর্তমানে ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল ও ভার্সিটি প্রায় সকল বই রয়েছে এবং শীঘ্রই আরো বই যোগ হতে যাচ্ছে। SDN এর মাধ্যমে অন্যান্য পণ্যের পাশাপাশি বইয়েরও অনেক বিশাল কালেকশন রয়েছে যা অনলাইনে অর্ডার দিয়ে ঘরে বসেই পাওয়া যাবে। 'Book' ক্যাটাগরিতে গেলেই দেখতে পাওয়া যাবে বইয়ের বিশাল সম্ভার।

 এছাড়া আপনি যদি আপনার প্রয়োজনীয় বইটি সাইটে খুজে না পান তবে আমাদেরকে ইমেইল বা ফোনের মাধ্যমে জানালে আমরা ব্যবস্থা করে দিবো। যে কোনো বই অর্ডার করতে রিসেলার, সেলার সেন্টার যোগাযোগ করুন অথবা ওয়েবসাইটে অর্ডার করুন।

সমাহার ডট নেট লিমিটেড

♦♦ A Holistic Business Platforms ♦♦

⌂ প্রধান কার্যালয়ঃ উত্তর খামের, কাপাসিয়া, গাজীপুর – ১৭৩০

মোবাইলঃ ০১৭১১১১৩৮৫২ , ই-মেইলঃ support@samahar.net , ওয়েবসাইট : www.samahar.net

আশা করি এই পোস্টটি আপনাকে দরকারী কিছু তথ্য দিয়েছে। পরবর্তী পোস্ট পাওয়ার জন্য সাথেই থাকুন…


Post a Comment

0 Comments