Subscribe Us

গরম পানিতে কাপড় ধোয়া কি ঠিক?

SDN বাংলা : কাপড় পরিষ্কার রোজকার কাজের মধ্যে অন্যতম। কাপড় ধোয়ায় গরম পানি ও ঠাণ্ডা উভয়ের ব্যবহার রয়েছে। কাপড় পরিষ্কার করতে আমরা ডিটারজেন্ট বা সাবান ব্যবহার করে থাকি। কিন্তু আদৌও কি জানার চেষ্টা করেছি কাপড়ের ধরন অনুযায়ী উপযুক্ত কোন উপাদানটি? বর্তমান যুগ ইলেক্টনিক্সের যুগ। মানুষের জীবন সহজ থেকে সহজতর করেছে ইলেক্টনিক্স পণ্য। কাপড় ধোয়ার ঝামেলাও অনেকটা কমে আসছে ওয়াশিং মেশিন আবিষ্কারের ফলে। খুব অল্প সময়ে পরিশ্রম ছাড়া কাপড় পরিষ্কার হয়। সব সুতোর তৈরি কাপড় ওয়াশিং মেশিনে ধোয়া করা যায় না। কাপড়ের গায়ে লেবেল এ নির্দেশিকা দেয়া থাকে যা দ্বারা বোঝা যায় ওয়াশিং মেশিনে পরিষ্কার করা প্রযোজ্য কিনা।

Is it okay to wash clothes in hot water?

সব বিতর্কের অবসান হলেও  কিন্তু একটা বিষয় জানা জরুরি তা হলো গরম পানি নাকি ঠাণ্ডা পানি দিয়ে কাপড় পরিষ্কার করবেন? কোন কাপড়ে কোন পানি ব্যবহার করবেন, কোন পানি কাপড়ের জন্য  ভালো, কোনটি ক্ষতিকারক এসব কিছু। চলুন জেনে নেয়া যাক গরম পানি দিয়ে কাপড় ধোয়ার সুবিধা-

১)  গরম পানিতে ওয়াশিং পাউডার মিশিয়ে কাপড় ভিজিয়ে রাখলে কাপড়ে জেদি কালো দাগ ও দূ্র্গন্ধ দূর করে। মোজা বা স্কুল, কলেজ এর ড্রেস, অফিসে পরিধান করা পোশাক, এসব বেশি ময়লা হয়। গরম পানিতে এসব কাপড় ভিজিয়ে রাখলে যেমন কাপড় পরিষ্কার হয় তেমনি কাপড়ের দূ্র্গন্ধ দূর করে তরতাজা গন্ধ আনে।

২) ঘাম থেকে সৃষ্ট অসংখ্য জীবণু কাপড়ে লেগে থাকে। জীবাণু থেকে দূ্র্গন্ধ ও রোগজীবাণু সৃষ্টি হয়। গরম পানি দিয়ে ওয়াশিং পাউডার মিশিয়ে পানিতে কাপড় ধুলে জীবাণু দূর হয়।

অসুবিধা:

১) দৈনন্দিন কাজ কতইনা সহজ করে তুলেছে ইলেক্ট্রনিক্স। কিন্তু কখনো কি ভেবে দেখেছি এসব ইলেকট্রনিক্স সামগ্রী কতটা ক্ষতি করছে? প্রকৃতিতে কী রকম বিরূপ প্রতিক্রিয়া ফেলছে তা প্রত্যক্ষ। ওয়াশিং মেশিনে পানি লোড করে গরম করতে অনেক বিদ্যুৎ খরচ হয়। প্রতি ওয়াট বিদ্যুৎ উৎপাদনে বিপুল পরিমাণে কয়লা/গ্যাস পোড়াতে হয়। এর থেকে নির্গত কার্বন-ডাই-অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড পরিবেশের অত্যন্ত ক্ষতি করে।

২) রঙিন কাপড় সবসময় ঠাণ্ডা পানি দিয়ে পরিষ্কার করা উচিত। কখনোই গরম পানি বা কুসুম গরম পানি ব্যবহার করবেন না। রঙিন কাপড় গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে বা পরিষ্কার করলে রং নষ্ট হয়ে যায় বিশেষ করে গাঢ় রং চলে গিয়ে কাপড়ের উজ্জ্বলতা নষ্ট করে।

৩) উল বা সিল্কের তৈরি কাপড় কখনো গরম পানি দিয়ে পরিষ্কার করা উচিত নয়। এতে কাপড়ের গুণগতমান নষ্ট হয়ে পড়ে, ফেব্রিক্স নরম হয়ে যায়, সূক্ষ সূতার বুনন দূর্বল হয়ে পরে। যদিও সিল্ক কুসুম গরম পানিতে ধোয়া উচিত। উলের তৈরি কাপড় বেশিক্ষণ ডিটারজেন্ট এ ভিজিয়ে রাখা উচিত নয়। এতে উল নষ্ট হয়ে যায়।

গরম পানি দিয়ে কীভাবে কাপড়ের জেদি দাগ দূর করবেন:

রাস্তাঘাটে জমে থাকা কাদার পানি পোশাকে লাগলে সে দাগ সহজে উঠেনা। বিশেষ করে বর্ষাকালে এ দূ্র্ঘটনা ঘটে। ২ চা চামচ ব্লিচিং পাউডার ১ চা চামচ পানিতে গুলে পেস্ট তৈরি করে কাদার দাগের উপর পেস্টটি কিছুক্ষণ লাগিয়ে রেখে অপেক্ষা করুন। এরপর গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। মার্কারের দাগ সহজে দূর হয়না। তাই কাপড়ে মার্কারের দাগ লাগলে এতে সামান্য টুথপেস্ট লাগিয়ে ১৫ থেকে ২০মিনিট অপেক্ষা করুন। এরপর ব্রাশ দিয়ে ঘষে ধুয়ে ফেলুন। কাপড়ে বমির দাগ লাগলে ভিনিগারে ভিজিয়ে রাখুন। এতে কাপড়ের দাগও দূর হবে পাশাপাশি বমির দূর্গন্ধ ও দূর হবে। রান্নার সময় বা খেতে গেলে কাপড়ে হলুদের দাগ লেগে যায় তখন এ দাগ দূর করতে সবচেয়ে কার্যকরী উপাদান হলো লেবু। লেবু প্রাকৃতিক ব্লিচ। লেবু দিয়ে দাগে ঘষে ডিটার্জেন্ট দিয়ে ধুঁয়ে ফেলুন। হলুদের দাগ দূর করতে গ্লিসারিন, ভিনেগার অথবা বেকিং সোডা ব্যবহার করতে পারেন। 


ঘরে ঘরে পৌছে যাক ইলেকট্রনিক্স পণ্য বিনা বাধায় এবং মুহুর্তেই! 

ই-কমার্স সাইটের বদৌলতে এখন সব কিছুই কেনা যায় ঘরে বসেই। ইলেকট্রনিক্স পণ্যও তার ব্যতিক্রম নয়। আপনি ইচ্ছে করলেই এখন ঘরে বসেই যে কোন ইলেকট্রনিক্স পণ্য কিনতে পারেন ‍SDN থেকে কোন ঝামেলা ছাড়াই! বিভিন্ন ক্যাটাগরীর ভিড়ে 'ইলেকট্রনিক্স ' বিভাগটিও SDN এ রয়েছে। 

এখানে পাওয়া যাবে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, ফ্যাশন, পারফিউম, মেডিসিন, মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, ফ্রিজ, টিভি, ক্যামেরা, মোটরবাইক, আসবাবপত্র, এপার্টমেন্ট, বাণিজ্যিক এবং আবাসিক প্রপাটির পাশাপাশি জমি ও প্লট সুলভ মূল্যে বিক্রি করা হয়। ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ ভোক্তাদের জন্য নিবেদিত বিভিন্ন রকমের সার্ভিসগুলো দেয়া হয় এবং শীঘ্রই আরো ক্যাটাগরি যোগ হতে যাচ্ছে। SDN এর মাধ্যমে অন্যান্য পণ্যের পাশাপাশি ইলেকট্রনিক্স পণ্যেরও অনেক বিশাল কালেকশন রয়েছে যা অনলাইনে অর্ডার দিয়ে ঘরে বসেই পাওয়া যাবে। 'ইলেকট্রনিক্স ' ক্যাটাগরিতে গেলেই দেখতে পাওয়া যাবে ইলেকট্রনিক্স পণ্যের বিশাল সম্ভার।

এছাড়া আপনি যদি আপনার প্রয়োজনীয় ইলেকট্রনিক্স পণ্যটি সাইটে খুজে না পান তবে আমাদেরকে ইমেইল বা ফোনের মাধ্যমে জানালে আমরা ব্যবস্থা করে দিবো। যে কোনো ইলেকট্রনিক্স পণ্য অর্ডার করতে রিসেলার, সেলার সেন্টার যোগাযোগ করুন অথবা ওয়েবসাইটে অর্ডার করুন।

সমাহার ডট নেট লিমিটেড

♦♦ A Holistic Business Platforms ♦♦

⌂ প্রধান কার্যালয়ঃ উত্তর খামের, কাপাসিয়া, গাজীপুর – ১৭৩০

মোবাইলঃ ০১৭১১১১৩৮৫২ , ই-মেইলঃ support@samahar.net , ওয়েবসাইট : www.samahar.net

আশা করি এই পোস্টটি আপনাকে দরকারী কিছু তথ্য দিয়েছে। পরবর্তী পোস্ট পাওয়ার জন্য সাথেই থাকুন…

Post a Comment

0 Comments