ভুল করে পাঠানো মেসেজ ডিলিট করার পরিবর্তে এডিট করতে পারবেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। এডিট সেন্ডেড মেসেজ নামে নতুন ফিচার যুক্ত করতে যাচ্ছে জনপ্রিয় ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। যা পরবর্তী বিটা আপডেটে পাওয়া যাবে।
প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়াবেটেনফো একটি রিপোর্টে জানিয়েছে, এডিট মেসেজ ফিচারটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের মেসেজ পাঠানোর পর তা আপডেট করার সুযোগ দেবে। এই ফিচারটি গুগল প্লে স্টোরের বিটা প্রোগ্রামের ২.২২.২০.১২ সংস্করণে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন ফিচারের একটি স্ক্রিনশটও শেয়ার করেছে ওয়াবেটেনফো।
হোয়াটসঅ্যাপের নতুন ফিচারটি ঠিক কবে নাগাদ সবার জন্য উন্মুক্ত করা হবে তা জানা যায়নি। আপাতত বিটা ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে চালু হবে। ভালো ফলাফল পেলে তবেই সবার ব্যবহারের জন্য উন্মুক্ত করা হবে।
তবে যে মেসেজটি এডিট করা হবে, তাতে এডিট লেবেল দেখা যাবে। এছাড়া এডিট হিস্ট্রিও থাকবে।


0 Comments