ইউরিক অ্যাসিড মোকাবিলায় যা খাবেন না
আজকাল অনেকেই ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন। শরীরে অত্যধিক পরিমাণে ইউরিক অ্যাসিড থাকলে হাইপারউরিসেমিয়া নামক একটি রোগ হতে পারে। এই রোগের কারণে বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া হয়; তার মধ্যে একটি গেঁটেবাত। এটি বাতের ধরন, যা খুবই কষ্টকর৷ এ ছাড়া ইউরিক অ্যাসিডের ক্রিস্টালগুলো কিডনিতে একত্রিত হলে কিডনিতে পাথর বা অন্যান্য স্বাস্থ্য সমস্যা হতে থাকে।
ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে রাখার প্রথম ধাপ হল খাওয়াদাওয়ার বিষয়ে সতর্ক থাকা। পুষ্টিবিদদের মতে, শরীরে উপস্থিত পিউরিন, কিছু খাবারেও পাওয়া যেতে পারে। তাই, পিউরিনের কম ব্যবহার রক্তে ইউরিক অ্যাসিডের সঠিক মাত্রা বজায় রাখতে সাহায্য করতে পারে।
আরেকটি খাদ্য উপাদান যা ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়াতে পারে তা হল ফ্রুক্টোজ। এটি একটি প্রাকৃতিক চিনি যা বিভিন্ন ফল ও সবজিতে পাওয়া যায়। কিছু খাবারে ফ্রুক্টোজের উপস্থিতি প্রাকৃতিকভাবে মিষ্টি স্বাদ দেয়।
আরও কিছু খাবার আছে; যা শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধির ক্ষেত্রে এড়িয়ে চলতে হবে। যেমন—
- গেঁটে বাত থাকলে বেশ কয়েক প্রকার ডাল ও বিনস খাবেন না। যেমন- দেশি ছোলা, কুলথী বা হর্স গ্রাম, রাজমা, কাবুলি ছোলা ইত্যাদি নিজের খাদ্যতালিকা থেকে বাদ দিন। এই খাদ্যদ্রব্যগুলো শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দেয়।
- যারা হাই ইউরিক এসিডে ভুগছেন তারা রেড মিট এড়িয়ে চলুন।
- দই, ভিনেগার, ঘোল, মদ্যপানও এড়িয়ে চলুন। দইয়ে উপস্থিত ট্রান্স ফ্যাট শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দেয়। তাই দই বা দইজাতীয় কোনো খাবার না-খাওয়াই ভালো।
- মিষ্টি খাবার একেবারেই বাদ দিতে হবে খাদ্যতালিকা থেকে। সেইসঙ্গে সব ধরনের কোমল পানীয় খাওয়া থেকে বিরত থাকুন। কোমল পানীয়তে উপস্থিত ফ্রুক্টোজ পিউরিনের মেটাবলিজম বৃদ্ধি করে। সেইসঙ্গে মিষ্টি খাবার ওজন বৃদ্ধি করে। ফলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়।
- সামুদ্রিক খাবার, বিশেষ করে শেলফিশ যেমন-চিংড়ি, গলদা চিংড়ি, ঝিনুক, অ্যাঙ্কোভিস এবং সার্ডিন মাছ এড়িয়ে চলুন।
স্বাগতম জানাই আমাদের অনলাইন ফার্মেসী সেবায়
আমরা একদল নবীন উদ্যোক্তা আপনাকে স্বাগত জানাই, অনলাইন ভিত্তিক ফার্মেসী সেবায়। ক্রমবর্তমান আধুনিকতার ছোয়ায় বাংলাদেশের চিকিৎসা পদ্ধতি ও চিকিৎসা সামগ্রী আধুনিক ও ডিজিটাল হচ্ছে, তারই ধারাবাহিকতায় ফার্মেসী সেবাকে আরও একধাপ এগিয়ে নিয়ে অত্বাধুনিক ও ডিজিটালাইজ করে অতি সহজে ও স্বল্প সময়ে রোগীদের দোড় গোরায় ফার্মেসী সেবা পৌছে দেওয়ার লক্ষে আমরা চেষ্টা করছি অনলাইনের মাধ্যমে ফার্মেসী সেবা দিতে। আপনি এখন ঘরে বসেই আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অতি সহজে পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় সবধরনের ঔষধ।
আপনার ঘরে বসেই ঔষধ ক্রয়ের ঝামেলাহীন, নিরাপদ ও দ্রুততম সহজ মাধ্যম হচ্ছে SDN মানে সমাহার.নেট । তাই এখনই আমাদের অর্ডার করুন। আপনার প্রেসক্রিপশনটির একটি সচ্ছ ছবি ওয়েবসাইটে আপলোড করলেই, এক নিমিষে ঘরে বসেই পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় সব ধরনের ঔষধ সামগ্রী।তাই আর খোঁজা-খোঁজি না করে আজই আমাদের অর্ডার করুন। আপনার কাছে থাকা অনলাইন ডিজিটাল ডিভাইজটি এখন একটি বিশাল ফার্মেসী। যেখান থেকে সমাহার ডট নেটের মাধ্যমে পেয়ে যাবেন আপনার অতি প্রয়োজনীয় দেশি-বিদেশি সব ধরনের ঔষধ সামগ্রী।
আপনার প্রয়োজনীয় পন্যের মূল্য পরিশোধ করতে আমাদের রয়েছে একাধিক পেমেন্ট মেথোড। আপনি চাইলে ঘরে বসে অতি সহজে বিকাশে পেমেন্ট করতে পারেন অথবা পন্য বুঝে ডেলিভারি ম্যানের নিকট মূল্য পরিশোধ করতে পারেন। তাই নিরাপদ পন্য ও ঝামেলাহীন পেমেন্ট এর জন্য আমাদেরকে অনলাইনে অর্ডার করুন। নাগরিক জীবনের ব্যস্ততা ও যানজটের ঝামেলার মাঝে আপনার প্রয়োজনীয় ঔষধ খোঁজে পাচ্ছেন না? তাই আমাদেরকে অনলাইনে অর্ডার করুন আর নিরর্ভাবনায় আপনার প্রয়োজনীয় ঔষধটি ডেলিভারি বুঝেনিন আপনার বাসায়।

গ্রাম থেকে বিশ্বজুড়ে SDN এর মাধ্যমে আপনিও হতে পারবেন Global Entrepreneur.
SDN ডিজিটাল ও ট্রেডিশনাল পদ্ধতির সমন্বয়ে ব্যবসা পরিচালনা করে আসছে ২০১৫ সাল থেকে। সবার জন্যে যেমন রয়েছে কাজ করার সুযোগ তেমনি রয়েছে কাজের স্বাধীনতাও।
SDN বিজনেস কেন করবেন ?
☞ বাংলাদেশ সরকার কতৃক অনুমোদিত কোম্পানি। রেজিঃ নং : সি-১৮৩২৩১
আজই SDN যোগদান করে হয়ে যান ডিজিটাল ও ট্রেডিশনাল পদ্ধতির সমন্বয়ে গঠিত বাংলাদেশের ক্রমবর্ধমান প্রতিষ্ঠানের গর্বিত রিসেলার।
সেমিনারে সরাসরি বা জুম অথবা গুগল মিটে অংশগ্রহণ করে আরো বিস্তরিত জেনে নিন!
For You, With You, For Ever….
“ SDN ”-এর পণ্য সামগ্রী ও সেবা পেতে রিসেলার, সেলার সেন্টারে সরাসরি যোগাযোগ করুন।
আপনি যদি আপনার ব্যবসাকে কি ভাবে অনলাইনে নিয়ে যাবেন বা ব্যবসাকে বড় করবেন অথাৎ ব্যবসার প্রসার ঘটাবেন তা জানতে চান তবে , সময় নষ্ট না করে এখুনি রিসেলার, সেলার সেন্টারে সরাসরি যোগাযোগ করুন। তার জন্য আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না। সম্পূর্ণ ফ্রীতে আপনি পরামর্শ পাবেন।
আপনি কি ভাবছেন! SDN এ রেজিট্রেশন করলেই কি প্রতিসাসে ইনকাম আসবে?
আপনি কি ভাবছেন! এসডিএন এ রেজিট্রেশন করলেই কি প্রতিসাসে ইনকাম আসবে?
সমাহার ডট নেট লিমিটেড
![]()
A Holistic Business Platforms ![]()
![]()
⌂ প্রধান কার্যালয়ঃ উত্তর খামের, কাপাসিয়া, গাজীপুর – ১৭৩০
মোবাইলঃ ০১৭১১১১৩৮৫২ , ই-মেইলঃ support@samahar.net , ওয়েবসাইট : www.samahar.net
আশা করি এই পোস্টটি আপনাকে দরকারী কিছু তথ্য দিয়েছে। পরবর্তী পোস্ট পাওয়ার জন্য সাথেই থাকুন…


0 Comments