SDN বাংলা : প্রয়োজনীয় এই গৃহস্থালি পণ্যটি কিনতে কিছু সাবধানতা অবলম্বন করতে হয়। রেফ্রিজারেটর কেনার আগে কী কী বিষয়ে খেয়াল রাখতে হবে, তা জেনে নেওয়া যাক।
সবার আগে কম্প্রেসর
কম্প্রেসর হলো ফ্রিজ রেফ্রিজারেটরের মূল ইঞ্জিন। যার ওপর নির্ভর করে ফ্রিজটি কতদিন টিকবে ও কেমন সার্ভিস দেবে। আপনার ফ্রিজের কম্প্রেসর যদি খারাপ মানের হয়ে থাকে তাহলে এটা দৈনন্দিন জীবনে বিড়ম্বনায় ফেলবে। বিদ্যুৎ খরচও বাড়বে। ফ্রিজের কম্প্রেসর যত উন্নত হবে, বুঝতে হবে ফ্রিজটি তত ভালো।
বিদ্যুৎ–সাশ্রয়ী কি না
আপনি যে ফ্রিজটি কিনতে যাচ্ছেন, সেটি বিদ্যুৎ-সাশ্রয়ী কি না,Ñদেখে নিতে হবে। বিদ্যুৎ-সাশ্রয়ী ফ্রিজগুলো যেমন পরিবেশবান্ধব, তেমনি আপনার মাসিক বিদ্যুৎ বিলের পরিমাণও কমিয়ে আনবে। ফ্রিজ বিদ্যুৎ-সাশ্রয়ী কি না, তা নির্ভর করে ফ্রিজের মানের ওপর। কিন্তু তা কীভাবে বুঝবেন? ফ্রিজের গায়ে যদি একটি নির্দিষ্ট জায়গায় স্টার চিহ্ন দেওয়া থাকে, তাহলে বুঝতে হবে ফ্রিজটি বিদ্যুৎ-সাশ্রয়ী।
ফ্রস্ট নাকি, নন–ফ্রস্ট?
ফ্রিজ কেনার আগে জেনে নিতে হবে সেটি ফ্রস্ট নাকি, নন–ফ্রস্ট। ফ্রিজের ভেতরে ও সংরক্ষিত খাবারে যদি বরফ জমে যায়, তখন সেটা ফ্রস্ট ফ্রিজ। অন্যদিকে যে ফ্রিজের ভেতরে ও সংরক্ষিত খাবারে বরফ না জমে তাকে বলে নন–ফ্রস্ট। নন–ফ্রস্ট ফ্রিজে অনেক বিদ্যুৎ খরচ হয়। কারেন্ট চলে গেলে খাবার ২-৩ ঘণ্টার বেশি ভালো থাকে না। অন্যদিকে বিদ্যুৎ না থাকলেও আবার কয়েক ঘণ্টা ভালো রাখে ফ্রস্ট ফ্রিজ। ফ্রস্ট ফ্রিজ অনেক বিদ্যুৎ-সাশ্রয়ী।
ন্যানো হেলথ কেয়ার টেকনোলজি
ফ্রিজ কেনার আগে সেটি স্বাস্থ্যসম্মত কি না, তা দেখে নিতে হবে। কারণ, খাবার সংরক্ষণটা যেন স্বাস্থ্যকর উপায়ে হয়। ন্যানো হেলথ কেয়ার টেকলোজির স্বাস্থ্যসম্মত ফ্রস্ট ফ্রিজ কেনা পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত করে। এই টেকনোলজির কাজ হলো খাবার সংরক্ষণের সব স্বাস্থ্যসম্মত উপায় এতে যুক্ত থাকা। এই তথ্য ফ্রিজের গায়ে যুক্ত থাকা স্টিকারে লেখা দেখে কিনতে পারবেন।
কপার কনডেন্সর
ফ্রিজ কেনার আগে জেনে নিতে হবে, এর কনডেন্সর কিসের তৈরি। যদি কপার কনডেন্সার দিয়ে তৈরি হয়ে থাকে তবেই কেনা উচিত। কপার কনডেন্সরযুক্ত ফ্রিজের কম্প্রেসরের সঙ্গে তামার তৈরি কুলিং সিস্টেম পাইপ থাকে। যেগুলো ফ্রিজের পেছনে ও বডির ভেতরে থাকে। কপার কনডেন্সরযুক্ত ফ্রিজ অনেক টেকসই, বিদ্যুৎ-সাশ্রয় করে। এর ফলে ফ্রিজের গ্যাস লিকেজ হয় না, মরিচা পড়ে না, ক্যাপেলরি জ্যাম হয় না আর ফ্রিজের ভেতর তাড়াতাড়ি ঠান্ডা হয়।
কেমন হবে ফ্রিজের আকার?
ফ্রিজের দাম যত কমই হোক না কেন, বেশি বড় আকারের ফ্রিজ নেওয়া বুদ্ধিমানের কাজ নয়। পরিবারের সদস্যসংখ্যা বেশি না হলে বড় ফ্রিজ না কেনাই ভালো। বড় আকারের ফ্রিজ বিদ্যুৎ–সাশ্রয়ী না। তাই সংসারের চাহিদা যতটুকু ঠিক ততটুকু মাপের ফ্রিজই কিনুন।
ইনভার্টারসহ স্মার্ট ফ্রিজ
বর্তমানে বাজারে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্ট ফ্রিজ পাওয়া যায়। স্মার্ট ফ্রিজে অনেক ইনভার্টার প্রযুক্তি থাকে। এতে পাঁচটি মোড কাজ করে। একটিতে ওপরে ডিপ আর নিচে সাধারণ ফ্রিজ থাকে। এই ফ্রিজে কেউ বাসার বাইরে গেলে দীর্ঘ সময়ের জন্য অ্যানার্জি সেভিং মোড চালু করে রাখতে পারেন। অনেক ফ্রিজে এখন থাকে অ্যান্টি-ব্যাকটেরিয়া প্রযুক্তি। ফ্রিজ কেনার সময় তাই এসব বিষয়ে সচেতন হতে হবে।
গ্যারান্টি, ওয়ারেন্টি ও কিস্তির তথ্য
রেফ্রিজারেটর কেনার সময় বিক্রয়োত্তর সেবা সম্পর্কে জেনে নিতে হবে। যেন পরবর্তী সময়ে যেকোনো ঝামেলা এড়ানো যায়। ওয়ারেন্টি ও গ্যারান্টির বিষয়টাও বুঝে নিতে হবে। বর্তমানে বেশির ভাগ কোম্পানির ফ্রিজ কিস্তিতে কেনা যায়। কত মাসের কিস্তি বা প্রতি মাসে কী পরিমাণ টাকা পরিশোধ করতে হবে, সেটা কেনার আগে ভালোভাবে জেনে নেওয়া উচিত।
ওয়ারেন্টি
ফ্রিজ কেনার আগে অবশ্যই যতটুকু সম্ভব দীর্ঘমেয়াদের ওয়ারেন্টি নেয়া ভাল। বাজারে বিভিন্ন ধরনের ফ্রিজের কম্প্রেসারের ওপর ৫, ৮ ও ১০ বছর মেয়াদি ওয়ারেন্টি রয়েছে।
দেশে দুই ধরনের ফ্রিজ বিক্রি হয়। একটি সাধারণ রেফ্রিজারেটর বা ফ্রিজ অন্যটি ফ্রিজার বা ডিপ ফ্রিজ। এর মধ্যে ১০০ লিটার ওজন থেকে ৬০০ লিটার ধারণক্ষমতাসম্পন্ন পর্যন্ত ওজনের ফ্রিজ পাওয়া যায়। তবে বিক্রি বেশি হয় ১৫০ লিটার থেকে ৩০০ লিটার ধারণক্ষমতার ফ্রিজ। এ ফ্রিজগুলো মধ্যম আয়ের মানুষের বেশি পছন্দ। যার দাম পড়বে ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা।
ভিশন
কোরবানি ঈদকে সামনে রেখে জনপ্রিয় ইলেকট্রনিক্স পণ্যের ব্র্যান্ড ভিশন নিয়ে এসেছে আটটি নতুন মডেলের রেফ্রিজারেটর। রঙের বৈচিত্র্য, আকর্ষণীয় ডিজাইন ও বিদ্যুৎসাশ্রয়ী করে তৈরি করা হয়েছে মডেলগুলো। নতুন মডেলের ফ্রস্ট রেফ্রিজারেটরগুলো ক্রেতারা কিনতে পারবেন ২৮ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৪০ হাজার টাকায়। এর মধ্যে ২১২ লিটারের একটি ডিপ ফ্রিজ রয়েছে।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ভিশন ফ্রিজে রয়েছে পাঁচ শতাংশ ছাড়। এছাড়া ক্রেতারা ভিশন এম্পোরিয়াম থেকে ফ্রিজ কিনে পাচ্ছেন আকর্ষণীয় সব পুরস্কার এবং কুপন জিতে থাইল্যান্ড ও নেপাল ভ্রমণের সুযোগও রয়েছে। ভিশনের প্রতিটি ফ্রিজের কম্প্রেসারে রয়েছে আট বছরের ওয়ারেন্টি, সহজলভ্য কিস্তিতে তিন মাস থেকে ১২ মাস পর্যন্ত ক্রয়ের সুযোগ। এছাড়া ১৫টি ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে কিস্তিতে ফ্রিজ ক্রয়ের সুবিধাও রয়েছে।
ভিশনের পছন্দের ফ্রিজটি যেন সহজেই কিনতে পারেন সেজন্য সারাদেশে রয়েছে ভিশন এম্পোরিয়াম, আরএফএল বেস্ট বাই ও ভিশন এক্সক্লুসিভের দুই হাজারেরও বেশি শোরুম। এসব শোরুম থেকে ফ্রিজ কিনলে রয়েছে ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থা।
ওয়ালটন
কোরবানির ঈদ উপলক্ষে গ্রাহকদের জন্য ওয়ালটনের ফ্রিজের কোনো অফার দেয়া হয়নি। ওয়ালটনের ফ্রিজগুলোর ধারণক্ষমতা ১২৯ লিটার থেকে শুরু করে ৩৬৫ লিটার পর্যন্ত। ১২৯ লিটারের ফ্রিজের দাম ১৭ হাজার ৭০০ টাকা। ৩৬৫ লিটারের ফ্রিজের দাম ৩২ হাজার টাকা। ১৪৬ লিটার থেকে ৩০০ লিটারের ডিপ ফ্রিজও রয়েছে। যার দাম ১৯ হাজার ৭০০ টাকা, আর ৩০০ লিটারের ফ্রিজের দাম ২৯ হাজার ৮০০ টাকা। এছাড়া ৫০৮ লিটারের নো ফ্রস্ট রেফ্রিজারেটরের দাম নেয়া হচ্ছে ৬৭ হাজার ৫০০ টাকা।
স্যামসাং
বাংলাদেশে এ প্রতিষ্ঠানের ফ্রিজগুলো আমদানি করে ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড। ঈদ উপলক্ষে সব পণ্যেই চলছে ৫০০ থেকে ১৭শ টাকার নগদ মূল্যছাড়। এছাড়া মোটরসাইকেল, এলইডি টিভিসহ বিদেশ ভ্রমণেরও সুযোগ রয়েছে। ২১৫ থেকে ৬০০ লিটারের ফ্রিজ পাওয়া যাচ্ছে। যার দাম পড়ছে ৪০ হাজার থেকে দুই লাখ ২১ হাজার টাকা। এছাড়া ইলেক্ট্রা ব্র্যান্ডের ১০০ থেকে ৩০০ লিটার ডিপ ফ্রিজ বিক্রি হচ্ছে সাড়ে ১৭ হাজার থেকে ৩৭ হাজার টাকায়।
হিটাচি
হিটাচির ফ্রিজগুলোর বিশেষ বৈশিষ্ট্য হলো এর ডাবল ফ্যান কুলিং সিস্টেম ও ইনভার্টার প্রযুক্তি। সবচেয়ে বড় ৬৫০ লিটারের ফ্রিজের দাম পড়বে এক লাখ ৫০ হাজার টাকা। সর্বনিম্ন ৩৭৫ লিটারের ফ্রিজের দাম ৮০ হাজার টাকা।
সিঙ্গার
ঈদুল-আজহাকে সামনে রেখে মাসব্যাপী ঈদ অফার চালু করেছে সিঙ্গার। ‘ঈদ অফারে সবাই কাত, ৩০০ ফ্রি ফ্রিজে বাজিমাত’ শীর্ষক ক্যাম্পেইনটি চলছে পুরো আগস্ট মাস জুড়ে।
ক্যাম্পেইনে ফ্রিজ/ফ্রিজার ক্রেতাদের জন্য থাকছে পুরো আগস্ট মাসজুড়ে ৩০০টি ফ্রি ফ্রিজ জেতার সুযোগ। সিঙ্গার ফ্রিজ/ফ্রিজার কিনে ক্রেতা তার নিজস্ব মোবাইল নম্বর থেকে ৬৯৬৯ নম্বরে ম্যাসেজ পাঠিয়ে দিয়ে ক্রয়কৃত ফ্রিজ/ফ্রিজারটির পুরো মূল্য ফেরত পেতে পারেন। এখন পর্যন্ত ২০০ ক্রেতাকে ফ্রি ফ্রিজ হাতে তুলে দিয়েছে সিঙ্গার।
এছাড়া সিঙ্গার ফ্রিজ/ফ্রিজারে ক্রয়ে পাওয়া যাবে ১৫,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। সঙ্গে ফ্রিজ/ফ্রিজার ক্রেতাদের জন্য থাকছে ০% ইন্টারেস্টে ছয় মাস পর্যন্ত নগদ মূল্য পরিশোধ এবং ১২ মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা।
এই ক্যাম্পেইনে সিঙ্গার আরও দিচ্ছে টিভি, মাইক্রোওয়েভ ওভেনসহ সবধরনের কিচেন অ্যাপ্লায়েন্সে আকর্ষণীয় সব অফার।
ঈদ অফার নিয়ে সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের বিপণন পরিচালক ভাজিরা তেন্নাকুন বলেন, আমাদের সম্মানিত গ্রাহকদের কাছ থেকে আমরা যে অভুতপূর্ব সাড়া পেয়েছি এতে আমরা অত্যন্ত আনন্দিত। এর মাধ্যমে বোঝা যায় আমাদের পণ্যের প্রতি গ্রাহকদের আস্থা রয়েছে আর এ আস্থা ভবিষ্যতের পথচলায় আমাদের উৎকর্ষতাকে বহুগুণে বাড়িয়ে তুলতে উৎসাহিত করবে।
তিনি বলেন, আমাদের প্রত্যাশা, আমরা ঈদ উপলক্ষে বিনামূল্যে যে ৩শ’ ফ্রি ফ্রিজের অফার দিয়েছি, ঈদ ক্যাম্পেইন শেষ হওয়ার আগেই তা সফলভাবে শেষ করতে পারব। এছাড়া ঈদের মধ্যে টেলিভিশন, মাইক্রোওভেন ও অন্যান্য কিচেন অ্যাপ্লায়েন্স ক্রয়ে আমাদের আকর্ষণীয় অফার রয়েছে।
এলজি বাটারফ্লাই
এলজি বাটারফ্লাইতে চলছে স্ক্র্যাচ কার্ড অফার। আট হাজার টাকার ওপরে পণ্য কিনলেই স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে সর্বনিম্ন ৫০০ টাকা থেকে শতকরা একশ ভাগ ডিসকাউন্ট পেতে পারেন ক্রেতারা।
এলজির ১৮০ লিটারের ছোট ফ্রিজ ২১ হাজার ৮০০ টাকা, আর ৬১৮ লিটারের বড়টির দাম প্রায় দুই লাখ টাকা। ডিপ ফ্রিজ পাবেন ২২ হাজার টাকা থেকে ৪০ হাজার টাকার মধ্যে। ওয়ারেন্টি ১০ বছর।
সার্প
সার্প ব্র্যান্ডের ফ্রিজ পাওয়া যাচ্ছে ১৯৬ লিটার থেকে ৭০০ লিটার পর্যন্ত। যার দাম পড়বে ৪০ হাজার থেকে এক লাখ ৫৫ হাজার টাকা। ১২০ থেকে ৪৯২ লিটারের ডিপ ফ্রিজ বিক্রি হচ্ছে ২২ হাজার থেকে ৭০ হাজার টাকায়। মাইক্রো ওভেন, আইসক্রিম কার্টনসহ হোম ডেলিভারি ফ্রি।
ঘরে ঘরে পৌছে যাক ইলেকট্রনিক্স পণ্য বিনা বাধায় এবং মুহুর্তেই!
ই-কমার্স সাইটের বদৌলতে এখন সব কিছুই কেনা যায় ঘরে বসেই। ইলেকট্রনিক্স পণ্যও তার ব্যতিক্রম নয়। আপনি ইচ্ছে করলেই এখন ঘরে বসেই যে কোন ইলেকট্রনিক্স পণ্য কিনতে পারেন SDN থেকে কোন ঝামেলা ছাড়াই! বিভিন্ন ক্যাটাগরীর ভিড়ে 'ইলেকট্রনিক্স ' বিভাগটিও SDN এ রয়েছে।
এখানে পাওয়া যাবে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, ফ্যাশন, পারফিউম, মেডিসিন, মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, ফ্রিজ, টিভি, ক্যামেরা, মোটরবাইক, আসবাবপত্র, এপার্টমেন্ট, বাণিজ্যিক এবং আবাসিক প্রপাটির পাশাপাশি জমি ও প্লট সুলভ মূল্যে বিক্রি করা হয়। ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ ভোক্তাদের জন্য নিবেদিত বিভিন্ন রকমের সার্ভিসগুলো দেয়া হয় এবং শীঘ্রই আরো ক্যাটাগরি যোগ হতে যাচ্ছে। SDN এর মাধ্যমে অন্যান্য পণ্যের পাশাপাশি ইলেকট্রনিক্স পণ্যেরও অনেক বিশাল কালেকশন রয়েছে যা অনলাইনে অর্ডার দিয়ে ঘরে বসেই পাওয়া যাবে। 'ইলেকট্রনিক্স ' ক্যাটাগরিতে গেলেই দেখতে পাওয়া যাবে ইলেকট্রনিক্স পণ্যের বিশাল সম্ভার।
এছাড়া আপনি যদি আপনার প্রয়োজনীয় ইলেকট্রনিক্স পণ্যটি সাইটে খুজে না পান তবে আমাদেরকে ইমেইল বা ফোনের মাধ্যমে জানালে আমরা ব্যবস্থা করে দিবো। যে কোনো ইলেকট্রনিক্স পণ্য অর্ডার করতে রিসেলার, সেলার সেন্টার যোগাযোগ করুন অথবা ওয়েবসাইটে অর্ডার করুন।
![]()
A Holistic Business Platforms ![]()
![]()
⌂ প্রধান কার্যালয়ঃ উত্তর খামের, কাপাসিয়া, গাজীপুর – ১৭৩০
মোবাইলঃ ০১৭১১১১৩৮৫২ , ই-মেইলঃ support@samahar.net , ওয়েবসাইট : www.samahar.net
আশা করি এই পোস্টটি আপনাকে দরকারী কিছু তথ্য দিয়েছে। পরবর্তী পোস্ট পাওয়ার জন্য সাথেই থাকুন…


0 Comments