Subscribe Us

কোন বিষয় নিয়ে পড়লে ভালো চাকরি পাওয়া যাবে?

 কোন বিষয় নিয়ে পড়লে ভালো চাকরি পাওয়া যাবে? এই প্রশ্নটা বাংলাদেশের প্রায় সকল শিক্ষার্থীর। তবে, এই প্রশ্নটা সাধারণত, বিশ্ববিদ্যালয়ের ভর্তির সময়ে বেশি আসে।

বাংলাদেশের প্রতি বছর হাজার হাজার ছাত্র-ছাত্রী গ্রাজুয়েশন পাশ করে বের হয় এবং তাদের মধ্যে ৩৩% গ্রাজুয়েট কোন চাকরি পায় না, এক কথায় বলতে গেলে তারা বেকার বসে থাকে। বেকারত্ব বাংলাদেশের অনেক বড় সমস্যা। বর্তমানে এ বেকারত্বের মূল কারণ হিসেবে ধরা হয়, গ্রাজুয়েশনের সময় ভুল বিষয় নিয়ে পড়াশোনা করা।



ভবিষ্যতে ভাল চাকরি পাওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের এইচএসসি পরীক্ষার পর থেকেই প্রস্তুতি শুরু করা উচিত। প্রথমে, ছাত্র-ছাত্রীদের ভাবা উচিত তারা ভবিষ্যতে কি করতে চান এবং সেই দিক বিবেচনা করে বিষয় নির্ধারণ করা উচিত।

কোন বিষয় নিয়ে পড়লে ভালো চাকরি পাওয়া যাবে

যে ১৫টি ক্যারিয়ার ভবিষ্যতে বাংলাদেশ অনেক গুরুত্ব পাবে,

  • Financial Analysts
  • Forex Trader
  • Social Media Marketer
  • Mobile App Developer
  • Web Designer
  • Software Engineer
  • Accountant/Bookkeeper
  • HR Manager/Marketer
  • Electrical Engineer
  • Civil Engineer
  • Bloggers
  • Medical Professional
  • SEO Consultant
  • Architect
  • Nursing Professional

এসব সেক্টরে ক্যারিয়ার গড়তে হলে প্রথমে সঠিক বিষয় সিলেক্ট করতে হবে।

যে বিষয় নিয়ে পড়লে ভালো চাকরি পাওয়া যাবে

১. Computer Science and Engineering (CSE)

বর্তমান যুগ কম্পিউটারের যুগ এবং এই কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে পড়াশোনা করলে ভবিষ্যতের চাকরি পাওয়ার কোনো অসুবিধা হয় না। এখন প্রায় সব বিশ্ববিদ্যালয় কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়টি আন্ডারগ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে।

কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়টিতে কম্পিউটারের মৌলিক এবং উন্নত দিক সম্পর্কে প্রাথমিক জ্ঞান এবং একাডেমিক প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া, Hardware, এন্ড Software দুটি সম্পর্কেই শিখানো হয়। এই সাবজেক্টে মূলত চার বছর পড়তে হয় গ্রাজুয়েশন করার জন্য। SSC এবং HSC তে বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করলে তাহলে আপনি গ্রাজুয়েশনের সময় কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে পড়তে পারবে।

এই বিষয়টি পড়লে ভবিষ্যতে অনেক সেক্টরে কাজ করা সম্ভব। যেমন, 

  • Mobile App Developing
  • Software Engineering
  • Data Research
  • Web Designing
  • Graphics Designing

২. Financial and Accounting

বর্তমানে চাকরির সেক্টরগুলোর মধ্যে ফাইন্যান্স এন্ড একাউন্টিং সবচেয়ে বেশি এগিয়ে কারণ এই সেক্টরে কাজের ভালো পরিবেশ রয়েছে এবং বেতন ব্যবস্থা বেশ ভালো। ফাইনান্স এবং একাউন্টিং নিয়ে পড়লে ছাত্র-ছাত্রীরা ভবিষ্যতে ভালো চাকরি পাওয়ার সুযোগ রয়েছে।

ফাইন্যান্স এবং একাউন্টিং‌ পড়লে ছাত্রছাত্রীরা রেকর্ডিং, অর্থ বিশ্লেষণ, লেনদেন এবং দেশের অর্থনীতি সম্পর্কে শিখতে পারে এবং কাজ করতে পারে। SSC এবং HSC তে কমার্স বিষয়ে পড়াশোনা করলে তাহলে আপনি গ্রাজুয়েশনের সময় ফাইন্যান্স এন্ড একাউন্টিং নিয়ে পড়তে পারবে।

এই বিষয়গুলো নিয়ে পড়লে যেই চাকরি গুলো ভবিষ্যতে করা সম্ভব, 

  • Chartered Accountant
  • Corporate investment banker
  • Finance advisor
  • Tax accountant
  • Insurance broker
  • Compliance officer

৩. Human resources manager and Marketing

হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এবং মার্কেটিং এই দুটো বিষয়ের এখন অনেক বেশি ডিমান্ড। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এবং মার্কেটিং দুইটি বিষয় নিয়ে পড়লে বাংলাদেশ এবং পৃথিবীর অন্যান্য দেশে চাকরি পাওয়ার সহজ হয়ে যায়।

মার্কেটিং নিয়ে পড়লে ছাত্র-ছাত্রীরা বাজার বিশ্লেষণ, কিভাবে ব্যবসা প্রচার করতে হবে, গ্রাহকদের কিভাবে পণ্য কেনার জন্য রাজি করতে হবে এবং নিজের পণ্য কিভাবে অন্যের পণ্য থেকে আলাদা করে প্রচার করতে হবে এসব বিষয়গুলো সম্পর্কে শিখতে পারবে।

হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট পড়লে গ্রাহক এবং কম্পানির রিলেশনশিপ, আর কোম্পানি এবং কর্মচারীদের রিলেশনশিপ সম্পর্কে জানতে পারবে এবং আরো জানতে পারবে কিভাবে কোম্পানির ভিতর কর্মচারীদের হক রক্ষা করা যায়।

এই বিষয়গুলো নিয়ে পড়লে যেই চাকরি গুলো ভবিষ্যতে করা সম্ভব,

  • HR Manager
  • Brand Manager
  • Sales Manager
  • HR generalist
  • Marketing analyst
  • Demand planner

৪. EEE (Electrical and Electronics engineering)

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে বাংলাদেশের অনেক ছাত্র-ছাত্রী পড়তে পছন্দ করে। বিষয় নির্ধারণ করার সময়, চিন্তা ভাবনা করে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নেওয়া উচিত কারন অনেকেই এই সাবজেক্টে কঠিন বলে মনে করে এবং মাঝরাস্তায় পড়াশোনা ছেড়ে দেয়। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অনেক ভালো একটি বিষয় যদি বুঝে পড়া যায়।

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়লে আপনি অনেক কাজ করতে পারবেন দেশ এবং দেশের বাইরে।

এই বিষয়ে মূলত যা শেখানো হয়, 

  • Analysis and design
  • Development and manufacturing of Mechatronics technologies
  • Electrical equipment/ device
  • Automation/ controlling system

এই বিষয়গুলো নিয়ে পড়লে যেই চাকরি গুলো ভবিষ্যতে করা সম্ভব,

  • Acoustic consultant
  • Broadcast engineer
  • Electronics engineer
  • Design engineer
  • Control and instructions engineer

৫. Architecture

বর্তমান বিশ্বের অত্যন্ত জনপ্রিয় বিষয় হচ্ছে আর্কিটেকচার। ছাত্রছাত্রীরা যদি আর্কিটেকচার নিয়ে পড়তে পারে তাহলে ভবিষ্যতে চাকরির কোন অভাব হয়না। আর্কিটেকচার একটি ডিজাইন এবং স্ট্রাকচার বেইজড বিষয়। বাংলাদেশ আর্কিটেকচার পড়তে প্রায় ৫ বছর সময় লাগে। SSC এবং HSC তে Arts বিষয়ে পড়াশোনা করলে তাহলে আপনি গ্রাজুয়েশনের সময় ফাইন্যান্স এন্ড একাউন্টিং নিয়ে পড়তে পারবে।

আর্কিটেকচার নিয়ে পড়লে ভবিষ্যতে খুব ভালো চাকরি পাওয়া যাবে এবং সেই চাকরি হবে সম্মানজনক এবং বেতন বেশি হবে। এই বিষয়টি মূলত বিল্ডিং ডিজাইনিং নিয়ে।

এই বিষয়গুলো নিয়ে পড়লে যেই চাকরি গুলো ভবিষ্যতে করা সম্ভব,

  • CAD technician
  • Construction manager
  • Landscape architect
  • Building designer
  • Interior designer

৬. Civil Engineering

বাংলাদেশের সিভিল ইঞ্জিনিয়ারিং পড়লে ভবিষ্যতে চাকরি পাওয়া সহজ হয়ে যায়। ছাত্র-ছাত্রীরা সরকারি এবং বেসরকারি উভয় প্রতিষ্ঠানে চাকরি করতে পারবে।

সিভিল ইঞ্জিনিয়ারিং এ মূলত রাস্তা, ব্রিজ, রেলবে, ইত্যাদির ডিজাইনিং এবং কনস্ট্রাকশন সম্পর্কে শেখানো হয়।

এই বিষয়গুলো নিয়ে পড়লে যেই চাকরি গুলো ভবিষ্যতে করা সম্ভব,

  • Consulting civil engineer
  • Engineering geologist
  • Building service engineer
  • Structural engineer
  • Environmental consultant

৭. Pharmacy

বাংলাদেশের ফার্মাসি সেক্টর দিনদিন উন্নতির পথে এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে এই সেক্টর আরো অনেক এগিয়ে যাবে এবং আন্তর্জাতিক পর্যায়ের হয়ে যাবে। ছাত্র-ছাত্রীরা যদি ফার্মেসি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে তাহলে ভবিষ্যতে অনেক ভালো ভালো চাকরি করতে পারবে।

ফার্মেসি বিষয়ে মূলত ওষুধের কেমিক্যাল বিশ্লেষণ এবং তৈরির প্রণালী শিখানো হয়।

এই বিষয়গুলো নিয়ে পড়লে যেই চাকরি গুলো ভবিষ্যতে করা সম্ভব,

  • Community pharmacist
  • Hospital pharmacist
  • Research scientist (Medical)

৮. Economic

বর্তমানে ইকোনমিক্স বিষয়ের অনেক ডিমান্ড বাংলাদেশ এবং ভবিষ্যতেও এই বিষয়ে ডিমান্ড থাকবে। এই বিষয় নিয়ে পড়াশোনা করলে চাকরি করা অনেক সহজ এবং স্থায়ী। এই বিষয়ে মূলত ম্যানুফ্যাকচার, সার্কুলেশন এবং জিনিসপত্রের খরচ সম্পর্কে শেখানো হয়।

এই বিষয়গুলো নিয়ে পড়লে যেই চাকরি গুলো ভবিষ্যতে করা সম্ভব,

  • Economist
  • Statistician
  • Product manager
  • Senior market analyst
  • Quantitative analyst

৯. Law

Law নিয়ে পড়লে ছাত্র-ছাত্রীরা ভবিষ্যতে অনেক ভালো চাকরি করতে পারবে বাংলাদেশ কারণ বাংলাদেশে এ বিষয়ে অনেক দাম এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখলে মনে হয় ভবিষ্যতে বাংলাদেশে অনেক উকিল এর প্রয়োজন হবে।

এই বিষয়গুলো নিয়ে পড়লে যেই চাকরি গুলো ভবিষ্যতে করা সম্ভব,

  • Probation officer
  • Paralegal
  • Policy analyst
  • Senior compliance officer
  • Immigration lawyer

১০. Fashion designing and merchandising

বাংলাদেশ এই বিষয়টির ডিমান্ড দিন দিন বেড়ে চলেছে এবং আমরা সবাই জানি যে বাংলাদেশের গার্মেন্টস সেক্টর অনেক বেশি উন্নত এবং আমরা পৃথিবীর বিভিন্ন দেশে গার্মেন্টস মেটারিয়াল এক্সপোর্ট করে থাকি। ছাত্র-ছাত্রীরা এ বিষয়ে পড়াশোনা করলে তাদের ভবিষ্যতে চাকরি পেতে সুবিধা হবে।

ফ্যাশন ডিজাইন কি? কিভাবে ফ্যাশন ডিজাইনার হবেন?

এই বিষয়গুলো নিয়ে পড়লে যেই চাকরি গুলো ভবিষ্যতে করা সম্ভব,

  • Fashion designer
  • Retail buyers
  • Retail merchandiser
  • Stylist
  • Textile designer

পরিশেষে

এই ছিল আজকে কোন বিষয় নিয়ে পড়লে ভালো চাকরি পাওয়া যাবে নিয়ে লেখা। সুতরাং, এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করলে ভবিষ্যতের ছাত্রছাত্রীরা ভালো চাকরি করতে পারবে এবং তাদের বেকার বসে থাকতে হবে না। তবে, এটাও সত্য সময় থেমে থাকে না, সময়ের সাথে সাথে হয়তো নতুন কোন সাবজেক্ট যুক্ত হবে কিংবা বাদ পরবে।


গ্রাম থেকে বিশ্বজুড়ে SDN এর মাধ্যমে আপনিও হতে পারবেন Global Entrepreneur.

SDN ডিজিটাল ও ট্রেডিশনাল পদ্ধতির সমন্বয়ে ব্যবসা পরিচালনা করে আসছে ২০১৫ সাল থেকে। সবার জন্যে যেমন রয়েছে কাজ করার সুযোগ তেমনি রয়েছে কাজের স্বাধীনতাও।

প্রিয় রিডার , আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন?? আল্লাহ অশেষ রহমতে আমি আপনাদের মাঝে নতুন অভিনব বিজনেস পলিসি নিয়ে বিস্তারিত আলোচনা করতে আর্টিক্যালটি প্রকাশ করছি।
আমি একটি পার্টটাইম কাজ করি। ইন্টারন্যাশনাল মার্কেটিং বিজনেস প্লাটফর্মে। আমার প্রফেশনাল কাজের পাশাপাশি-ই আমি এটি করছি কোন ধরনের প্রেসার ক্রিয়েট ছাড়াই- আপনিও পারেন। পৃথিবীর যেকোন জায়গা থেকে ঘরে বসেই এ কোম্পানির বিজনেস আপনি পুরোবিশ্বের সাথে করে যেতে পারবেন।
এই সিস্টেমে কাজ করে এমনই একটি কোম্পানি তার নাম “ SDN ”।
আপনি ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব’সহ বিভিন্ন সোস্যাল মিডিয়ায় যে অবসর সময়গুলো ব্যয় করছেন যদি এই সব প্লাটফর্মে এই কোম্পানির কাজগুলো করে যান তাহলে বাড়তি একটা ইনকাম করার ক্ষমতা রাখেন।
সৌভাগ্যের বিষয় হতে পারে একজন আন্তর্জাতিক ব্যবসায়ী হিসেবে নিজের পরিচিতি অর্জন- যেটা রিসেলার হওয়ার মাধ্যমেই হতে পারছেন। রিসেলার হতে কোনো বিনিয়োগ প্রয়োজন নেই।

“ SDN ”, জোনাকি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠান। ২০১৫ সাল থেকে আনুষ্ঠানিক ভাবে সমাহার ডট নেট লিমিটেড ডিজিটাল ও ট্রেডিশনাল পদ্ধতির সমন্বয়ে হলেস্টিক বিজনেস সিস্টেমে / প্লাটফর্মে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছে। সবার জন্যে যেমন রয়েছে কাজ করার সুযোগ তেমনি রয়েছে কাজের স্বাধীনতাও।
এই প্রতিষ্ঠানটি বিশ্বের নামি-দামি কোম্পানির উৎপাদিত পণ্য ও সেবা সমূহ বিপণনকারী। বিশ্বের বহু দেশে রিসেলার রয়েছে। বাংলাদেশেও রয়েছে, বাংলাদেশে তাদের বহু সেলার সেন্টার রয়েছে। সেলার সেন্টার থেকে সরাসরি পণ্য সামগ্রী ও সেবা সমূহ বুঝে নেওয়ার সুযোগ রয়েছে। যা নির্দ্বিধায় আপনার ব্যবসাকে এগিয়ে নিতে সহজ করে। কোন পুঁজি ছাড়াই আপনি এমন একটি বিজনেস শুরু করতে পারছেন। আপনি ইন্টারনেটে চার্চ করে এই ব্যবসায়িক সিস্টেম সম্পর্কে অবগত হতে পারেন।

বিশ্বায়নের এই সময়ে যুগের সাথে তাল মিলিয়ে চলার সক্ষমতা প্রত্যেকেরই আছে, শুধু ভালো ভালো প্লাটফর্ম আর সুযোগকে কাজে লাগানোর অভাবেই আমি/আপনি পিছিয়ে পড়ে আছি। দুশ্চিন্তা আর সঠিক সিদ্ধান্ত নেওয়ার অক্ষমতায় আমাদের হতাশা এবং অভাবগ্রস্থতায় আকরে ধরে।
প্রবাদ আছে, যে হাঁটে সে যায়, যে খুঁজে সে পায়।
আরো আছে, সফলতা কোনো সিজনালি ফল না, তাই অপেক্ষা না করে এখনই সময়ের সেরা সিদ্ধান্ত নিন। সফলতা অনিবার্য।

স্লোগান,
এসো স্বপ্ন নয়… সেবার মাধ্যমে লক্ষ্যে বিজয়।

➡️ আপনি কি বেকার?
➡️ চাকরি হারিয়ে চিন্তিত?
➡️ পড়াশোনার পাশাপাশি কাজ খুঁজছেন?
➡️ না-কি শুরু করতে চান নিজের বিজনেস?
➡️ না-কি বিদেশে থেকে দেশে বিজনেস করতে চান?

SDN বিজনেস কেন করবেন ?

☞ বাংলাদেশ সরকার কতৃক অনুমোদিত কোম্পানি। রেজিঃ নং : সি-১৮৩২৩১

☞আজীবনের জন্য লাইফ টাইম মেম্বারশিপ।
☞আপনার আইডি কখনো বন্ধ অথবা নষ্ট হবে না।
☞রিসেলার সিস্টেমে বিজনেস।
☞কোনো প্রেশার নাই, কোনো টাইম সীমাবদ্ধ নাই ও কোনো রিক্স নাই।
☞আপনি শুরু করতে পারেন পার্টটাইম হিসেবে।
☞বিশ্ব ভ্রমণের সুযোগ।
☞SDN এর সেল করা প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে ব্যবসা করার সুযোগ।
☞SDN এর সেবা গ্রহণের মাধ্যমে ব্যবসা করার সুযোগ।
☞আনলিমিটেড ইনকাম করার সুযোগ আছে।
☞আপনার যখন ইচ্ছে তখন করতে পারেন।
☞ বিশ্বের যে কোনো দেশ থেকে এই বিজনেস করতে পারবেন।
☞SDN বিজনেস আপনি ঘরে বসে করতে পারেন।
☞আপনি মৃত্যুর পরেও আপনার পরিবারের জন্য একটা ইনকাম রেখে যেতে পারবেন।
ধৈর্য আর মেধা থাকলে আপনিও হতে পারবেন একজন সফল মানুষ। মনে রাখবেন, সফলতা কোনো সিজনালি ফল না। তার জীবনে আসবে আপনার জীবনে আসবেনা। আরো ভেবে দেখবেন, যে হাঁটে সে যায়, যে খুঁজে সে পায়।

আসুন আমরা সকলে মিলে কাজ করি সকলের সফলতার জন্য।
🥰জয়েনিং একদম ফ্রি তাই SDN শুধু চাই।
👉 আপনার অবসর সময়।
👉 আপনার ইচ্ছা শক্তি।
👉 আপনার ধৈর্য্য।
👉 আপনার একটু চেষ্টাই।
👉আপনাকে সাফল্যের দ্বার-প্রান্তে নিয়ে যাবে ইনশাআল্লাহ।

আজই  SDN  যোগদান করে হয়ে যান ডিজিটাল ও ট্রেডিশনাল পদ্ধতির সমন্বয়ে গঠিত বাংলাদেশের ক্রমবর্ধমান প্রতিষ্ঠানের গর্বিত রিসেলার।

সেমিনারে সরাসরি বা জুম অথবা গুগল মিটে অংশগ্রহণ করে আরো বিস্তরিত জেনে নিন! 

For You, With You, For Ever….

“ SDN -এর পণ্য সামগ্রী ও সেবা পেতে রিসেলার, সেলার সেন্টারে সরাসরি যোগাযোগ করুন।

➡ অ্যাপ, সফটওয়্যার, ওয়েবসাইট, ডিজিটাল মার্কেটিং ও ডোমেইন হোস্টিং রেজিস্টেশন করা হয়।
➡ নিত্য প্রয়োজনীয় সামগ্রী, ফ্যাশন, পারফিউম, মেডিসিন, মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, ফ্রিজ, টিভি, ক্যামেরা, মোটরবাইক, আসবাবপত্র, এপার্টমেন্ট, বাণিজ্যিক এবং আবাসিক প্রপাটির পাশাপাশি জমি ও প্লট সুলভ মূল্যে বিক্রি করা হয়। ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ ভোক্তাদের জন্য নিবেদিত বিভিন্ন রকমের সার্ভিসগুলো দেয়া হয়।
➡ SDN রিসেলার হয়ে অবসর সময়ে বিনিয়োগ ছাড়া, দৈনিক শুধু ৩-৪ ঘন্টা সময় দিয়ে নিশ্চিত পেসিভ ইনকাম করুন। ৬/৭ মাস নিয়মিত সময় দিলে অবশ্যই মাসিক ৩০ থেকে ৫০ হাজার টাকা ইনকামের নিশ্চয়তা রয়েছে।
➡ আকর্ষণীয় কমিশনে ডিলার, এজেন্ট ও সেলার সেন্টার দেয়া হচ্ছে…
➡ এছাড়াও আপনি আপনার ব্যবসার জন্য ডিজিটাল ও ট্রেডিশনাল মার্কেটিং অথাৎ সরাসরি আপনার ব্যবসার প্রচার করাতে চাইলে।  SDN এর সাথে যোগাযোগ করতে পারেন। যেখান থেকে আপনি আপনার ব্যবসার জন্য খুবই কম খরচে ডিজিটাল মার্কেটিং অথবা ট্রেডিশনাল মার্কেটিং করাতে পারবেন। এছাড়া ও সমস্ত প্রকার ডিজিটাল অথবা ট্রেডিশনাল সুবিধা নিতে পারবেন।

➡ আপনি যদি আপনার ব্যবসাকে কি ভাবে অনলাইনে নিয়ে যাবেন বা ব্যবসাকে বড় করবেন অথাৎ ব্যবসার প্রসার ঘটাবেন তা জানতে চান তবে , সময় নষ্ট না করে এখুনি রিসেলার, সেলার সেন্টারে সরাসরি যোগাযোগ করুন। তার জন্য আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না। সম্পূর্ণ ফ্রীতে আপনি পরামর্শ পাবেন।


সমাহার ডট নেট লিমিটেড

♦♦ A Holistic Business Platforms ♦♦

⌂ প্রধান কার্যালয়ঃ উত্তর খামের, কাপাসিয়া, গাজীপুর – ১৭৩০

মোবাইলঃ ০১৭১১১১৩৮৫২ , ই-মেইলঃ support@samahar.net , ওয়েবসাইট : www.samahar.net

আশা করি এই পোস্টটি আপনাকে দরকারী কিছু তথ্য দিয়েছে। পরবর্তী পোস্ট পাওয়ার জন্য সাথেই থাকুন…

Post a Comment

0 Comments